মিশিগান স্টেট ( ফারুক আহমেদ চান্দ – আবু আহমেদ মুসা ) ও মিশিগান মহানগর ( আবদুস শুকুর খান মাখন – মোতালিব ) আওয়ামিলীগের নতুন কমিটি ২০১৮

মিশিগান আওয়ামী লীগের কনভেনসন ২০১৮

মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির দেশি হলে ২৯ এপ্রিল অনুষ্ঠিত হলো বহুল আলোচিত ও প্রতীক্ষিত মিশিগান আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

মিশিগান আওয়ামী লীগের সাবেক সভাপতি খালেদ আহমেদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এম ডি সাহাব উদ্দিনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক আহমেদ, মো. মহি উদ্দিন দেওয়ান, আবদুল হাসিব মামুন, আবদুর রহিম বাদশা, চন্দন দত্ত ও সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী নাসির উদ্দিন খান ।

বঙ্গবন্ধু কমিশনের চেয়ারম্যান এবং মিশিগান ডেমোক্যাটিক পার্টির সহসভাপতি ড. রাব্বী আলম বিশেষ বক্তব্য রাখেন । বক্তব্যে ড. রাব্বী বলেন আওয়ামী শক্তি এবং বঙ্গবন্ধুর স্বাধীনতার পক্ষের শক্তিকে জামাত – শিবির এবং রাজাকারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার আহ্বান জানান । ড. আলম আরও বলেন ২০২১ সালের ডিজিটাল বাংলাদেশের প্রকল্প এবং ২০৪১ সালের মেগা প্রকল্প বাংলাদেশে জাপানের সমমানের একটি দেশে পরিনত করবার জন্য মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলকে আহ্বান জানান ।

প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিকুর রহমান সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা এখন বিশ্বনন্দিত। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার কর্মগুণের সুফল পাচ্ছে গোটা বাংলাদেশ। বিশ্বে উন্নয়নের মডেলে পরিণত হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রতিটি দেশপ্রেমিক প্রবাসীকে সোচ্চার থাকতে হবে।’

সম্মেলনের দ্বিতীয় পর্বে সিদ্দিকুর রহমান ঘোষণা করেন নবনির্বাচিত কমিটি। গঠন তন্ত্রের ধারা অনুযায়ী এবং দ্বিধা-বিভক্তি এড়াতে মিশিগান অঙ্গরাজ্যকে মিশিগান স্টেট ও মিশিগান মহানগর নামে দুটি ভাগে ভাগ করে দুটি কমিটি ঘোষণা করা হয়। মিশিগান স্টেট আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ চান্দ ও সাধারণ সম্পাদক আবু আহমেদ মুসা। সহসভাপতি নির্বাচিত হন নজরুল রহমান, এম এ সালাম সেলিম, আবু নাসের জামাল, আলমগীর আহমদ আলী ও সুলায়মান খান । যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে নজরুল ইসলাম, আইনজীবী দীপক চৌধুরী, মাহবুবুর রহমান, খালেদ হোসেন ও মোহাম্মদ জুয়েল। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন দেলোয়ার আনসারী, দেলোয়ার হোসেন ও সেবুল হোসেন ।

অপরদিকে, মহানগর কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুস শুকুর খান মাখন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালিব। সহ সভাপতি বাবুল আহমেদ বাচ্চু, ও আজাদ খান । এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজান মিয়া জসিম, শাহেদুর রহমান জাবেদ, বদরুল হুদা ও সুলতান শরীফ।

নবনির্বাচিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সর্বজনগৃহীত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা।

[Published by: “MD Alam for House” MD Rabbi Alam, Candidate, Michigan State Representative, District 4, Vote for MD Rabbi Alam on August 7, 2018 and Elect MD Alam as the next Michigan State Representative from District 4. For more Details visit: www.mdalam.us.