যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আমেরিকান ডঃ মোহাম্মেদ রাব্বি আলম (DR. Rabbi Alam) মিশিগান আংগরােজ্যর নির্বাচনের প্রাথীতা ঘোষণা করলেন । Dr. Rabbi Alam is the top Muslim American Activist & Politician in the Nov 3, 2020 General Election running for Michigan HD 4.

Dr. Rabbi Alam is the top Muslim American Activist & Politician in the Nov 3, 2020 General Election running for Michigan HD 4.

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আমেরিকান ডঃ মোহাম্মেদ রাব্বি আলম (Md R Alam) মিশিগান আংগরােজ্যর নির্বাচনের প্রাথীতা ঘোষণা করলেন । Dr. Rabbi Alam is the top Muslim American Activist & Politician in the Nov 3, 2020 General Election running for Michigan HD 4.

বাংলাদেশে জন্মগ্রহণকারী ডঃ এম ডি রাব্বি আলম যুক্তরাষ্ট্রের মিশিগান আংগরােজ্যর ২০২০ সালের নির্বাচনের প্রাথীতা ঘোষণা করলেন। গত মঙ্গলবার ১৬ শে জুলাই ২০২০ বিকাল ৫ ঘটিকার সময় হ্যামট্রামিক শহরের নির্বাচনি কার্যালয় হতে জনাব রাব্বি আলম এই নির্বাচনী প্রচারনা শুরু করেন।

ডঃ রাব্বি আলম আমেরিকার সেনাবাহিনীর আবসর প্রাপ্ত সাবেক সার্জেন্ট এবং যুক্তরাষ্ট্রের ড্যামোক্রাটিক ন্যাশনাল কমিটির ককাসের প্রাক্তন সভাপতি এবং মিসোরি ড্যামোক্রাটিক পার্টির এশিয়ান ককাসের প্রতিষ্ঠাতা । এম ডি রাব্বি আলম ২০০৮ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সাটেলাইট ক্যাম্পেইন ম্যানেজার হিসাবে দায়ীত্ব পালন করেছেন । ২০১৬ সালের নির্বাচনে ড্যামোক্রাটিক প্রাথী বার্নী সানডারশ এর ক্যাম্পেইনের “মুসলিম আমেরিকান ফর বার্নী সানডারশ” উইং এর চেয়ারম্যান হিসাবে কাজ করেছেন ।

শেষমেশ ড্যামোক্রাটিক ন্যাশনাল কমিটির (ডি এন সি) ন্যাশনাল কনভেনশনে যখন হিলারি ক্লিনটন এর প্রেসিডেন্ট পদ প্রাথীতা চুড়াণত্ব ঘোষণা করলো, ঠিক তখন এম ডি রাব্বি আলমকে “মুসলিম ড্যামোক্রাট ফর হিলারি ক্লিনটন” ক্যাম্পেইন এর সভাপতি নিযুক্ত হন। নিউ-ওরক, মিসোরি, মিশিগান, ওয়াশিংটন ডি সি, এবং শিকাগো সহ অনেক সফল “হিলার‍ি রালী” এর নেতৃত্ব দেন।

২০১৬ এর নির্বাচনে ড্যামোক্রাটিক দলের পরাজয়ের পরে যখন রক্ষণশীল কট্টর পন্থী ডোনালদ ট্রাম্প ক্ষমতায় এসে মুসল্মান সহ, লাতিনো – হিস্পানিক, কালোসহ সকল সংখ্যালঘু দের উপর কট্টর পন্থী নিয়মনীতি চালু করেন। তখন থেকে এম ডি রাব্বি আলমের লিডারসিপ এ “#45thImpeachment.com” অগ্রযাত্রা শুরু হয় ।
ট্রাম্প বিরোধী এই আন্দোলনে সাড়াদেয় লক্ষ লক্ষ জনগণ । জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, সম্রদয় ভুলে গিয়া কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ফলে এম ডি রাব্বি আলম এবং “#45ThImpeachment.com” মুভমেন্ট ট্রাম্পকে হটানোর জন্য তিন লক্ষধিক সিগনেচার সগ্রহ করেন।

শুধু তাই নয়, এম ডি রাব্বি আলম, আমেরিকার মুসলিম মুভমেন্ট এর নেতৃত্ব দেন । ২০১২ সালে এম ডি রাব্বি আলম মুসলানদের প্রথম রাজনিতিক সংগঠন “আমেরিকান মুসলিম পলিটিকাল একশান কমিটি” প্রতিষ্ঠিত করেন । ২০১৩ সালের ১১ ই সেপটেমবর মিলিয়ন মুসলিম মার্চের ডাকদেন ওয়াশিংটন ডি সি র ন্যাশনাল মল তথা মেমোরিয়াল পার্কে । “নাইন-ইলেভেন-থারতিন” এর এই “মিলিয়ন মুসলিম মার্চ” সারা পৃথিবীতে তোড়পার সৃষ্টি করে এবং এম ডি রাব্বি আলম ও “আমেরিকান মুসলিম পলিটিকাল একশান কমিটি” ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল হেডলাইন এ পরিণত হয়। ওয়ার্ল্ড নিউজ, সি এন এন, বি বি সি, ভয়েস অফ আমেরিকা, ফক্স নিউজ, এ বি সি, এন বি সি, সি বি এস, অ্যাকশান নিউজ, ওয়াশিংটন পোস্ট, সেন্ট লুইস পোস্ট ডিস প্যাঁচ, সহ সকল নিউজ মিডিয়া এম ডি রাব্বি আলমকে ফিচার করে । আমেরিকা সহ সারা বিশ্বে সাড়া জাগানো মুসলিম ড্যামোক্রাটিক এই নেতা আর কেউ নন, তিনি বাংলাদেশের খুলনা জেলার রূপসা উপজেলার রাজাপুর গ্রামে জন্ম গ্রহণকারী মোহাম্মেদ রাব্বি আলম ।

এম ডি আলম যুক্তরাষ্ট্রের মিশিগান আংগরােজ্যর ২০২০ সালের নির্বাচনের ৪ নং আসনে প্রাথীতা ঘোষণা করলেন । আসন্ন এই নির্বাচন নভেম্বরের ৩ তারিখে অনুস্ঠিত হবে। এই নিবাচনে এম ডি আলম জয়লাভ করলে এক লক্ষ মানুষের প্রথিনিদ্ধিত্ত করবেন। মিশিগানের ৪ নম্বর আসনের নিবাচনি এলাকাতে হ্যামট্রামিক শহরের ২০ হাজার এবং ডেট্রয়েটে ৮০ হাজার লোকের বসবাস। এদের মধ্যে বাংলাদেশি রেজিস্টার ভোটারের সংখ্যা হবে প্রায় ৫০০০।

এম ডি আলম উভয় শহরের বসবাস কারী বাংলাদেশি সহ সাদা, কালো, হিস্পানিক, আরব কমিউনিটির সাথে কাজ করছেণ । যেহেতু এম ডি আলম আমেরিকার সেনা বাহিনীর চাকরি এবং ইরাকে যুদ্ধের কারণে তিনি ইতি মধ্যে অনেক এগিয়ে রয়েছেণ । তাছাড়া ড্যামোক্রাটিক ককাসের চেয়ারম্যান থাকার সুবাদে মূলধারার ড্যামোক্রাটিক পার্টির সাপোর্ট সহ জনগণের কাছ থেকে সাপোর্ট পাচ্ছেন ।
এম ডি আলম আরব-মুসলিম কমিউনিটিতে অনেক সমাদৃত এবং পরিচিত। তিনি শুক্রবার জুম্মার নামাজের খুতবা দেন ও নামাজ ও পড়ান । এই বিষয় গুলি মাথায় রেখে এম ডি আলম এবং ক্যাম্পেইনের নেত্রীবৃন্দ আশাবাঁদি যে, তিনি একজন সম্ভবনাময় ক্যানডিডেট । এম ডি আলমের জয়ের মধ্য দিয়া হতে পারে প্রথম কোন বাংলাদেশি আমেরিকার আংগরােজ্যর সংসদে নির্বাচিত প্রথম বাংলাদেশি।

এম ডি আলম হ্যামট্রামিক ও ডেট্রয়েট শহরে বসবাস রত সমগ্র বাংলাদেশি ভোটারদের কাছে ভোটের আশা করছেন এবং ভোট চেয়েছেন । পাশাপাশী নন ভোটার যারা মিশিগান সহ অন্যান্য ৫০ স্টেট্‌সে এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের মাঝে আছেন সবার কাছে দোয়া চেয়েছেন ।
সভার শুরু হয় পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য দিয়া । কোরান তেলাওয়াত করেন হাফিজ মোহাম্মদ হাসান । আমেরিকার পতাকার “প্লেজ অফ আলিজেঞ্ছ” পরিচালনা করেন শাজিদ আলম । সভার পরিচালনা করেন ব্ল্যাক কমিউনিটি লিডার এটোরনি জনাবা জামিয়া ডাভিস, এবং আরব কমিউনিটি লিডার ডক্টর জনাবা তাযারিদ আলী ।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মিশিগানের থার্ড সারকিট চিফ জাস্টিস এডওয়াড ইওয়েল । বিশেষ অতিথির বক্তব্য দেন সেনেটর কোলম্যান য়উং সেকেন্ড (Coleman A. Young II) । বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন আসন্ন নির্বাচনে পদপ্রথি শ্রী তেনাদার (Shri Thanedar), বিল কাবস (#Bill_Cobbs), এবং হ্যামট্রামিক সিটির ফায়ার ফাইটার ইউনিয়ান চীফ লিএউতেনান্ত আন্ডরু অলেকসাইক, এবং ড্যাপুটি নিক ম্যানসিনা
“আলম ফর মিশিগান” ক্যাম্পেইনের পক্ষে বক্তব্যরাখেন ইব্রাহিম আলজাহিম, মিনহাজ রাসেল চৌধুরী, আরমানি আসাদ, নাজেল হুদা নাজ, এম ডি শাহাবুদ্দিন (MD Shahab Uddin), ণুরুল হাসান পারভেজ, মাহাবুবে রাবিব খান (Mahbube Khan), নজরুল রহমান, কানুন দনেল বড়ুয়া, আপ্রেশ বড়ুয়া, নাসীর শাবুজ (Nasir Sabuj), রাহিদ চৌধুরী (Rahid Chowdhury), তাসনিম চৌধুরী, এম ফিরুজ আলী (M Firuj Ali), মুস্তাক আহমেদ মুক্তা, অ্যাড মল্লিক সারোয়ার, আল-মাহাদি বিনতে টাগারিদ, আরিফ হাস্কিচ এবং মোহাম্মেদ হক ।

কমিউনিটির অনেক সন্মানিত বাক্তি বর্গের উপস্তিতিতে সভা মুখরিত হয়। অন্যনদের মাঝে উপস্তিচ ছিলেন আব্দুল বাসিত (Abdul Basit), শাম ওয়াশিংটন (Sam Washington), খালেদ চৌধুরি (Khaled Chowdhury), মুস্তাক আহমেদ (Mustaque Ahmed), শেখ রুপম রাশিদ (রুপম উর রশিদ ইমুন), কামরুজজামান হেলাল (Kamruzzaman Helal), মোহাম্মেদ হাসান মিয়া (Muhammad Hasan Miah), আবুল খয়ের মিতু (Syed A Khair), অ্যাড সালেহ উদ্দিন, সয়েদ তুফায়েল প্রমুখ ।
সভায় বক্তারা ডঃ আলম কে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আচ্ছাস দেন। বক্তারা ডঃ রাব্বি কে “Future of State Representative” বলে আখ্যায়িত করেন এবং সকলকে DR. MD Rabbi Alam কে November 3, 2020 তারিখে ভোট দিতে আহবান জানান ।
সভার বক্তব্যের সমাপ্তি হয় দোয়ার মাধ্যমে।

Press Release:
MD Alam for Michigan
Michigan 4th District
State Representative
www.MDALAM.us
844.556.8333

Print Friendly, PDF & Email